মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ ভক্তদের জন্য চমক: দ্রুত ভিসা সুবিধা চালুর ঘোষণা ট্রাম্পের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
expand
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক দর্শকদের জন্য দ্রুত ভিসা সাক্ষাৎকার ও অ্যাপয়েন্টমেন্ট সুবিধা দিতে ‘ফিফা পাস’ নামে বিশেষ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৭ নভেম্বর) ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রেসিডেন্ট বলেন, বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর করতে ইচ্ছুক ভক্তদের ভিসা প্রক্রিয়া আগের চেয়ে দ্রুত সম্পন্ন করার জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিফা পাসের (FIFA Prioritised Appointment Scheduling System) আওতায় ফিফার মাধ্যমে টিকিট ক্রয়কারী দর্শকরা দ্রুত ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সুযোগ পাবেন।

ট্রাম্প বলেন, ‘২০২৬ বিশ্বকাপকে অভূতপূর্ব সফল করতে আমার প্রশাসনকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে নির্দেশ দিয়েছি। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যেতে ইচ্ছুকদের যত দ্রুত সম্ভব ভিসার জন্য আবেদন করতে আমি জোরালোভাবে উৎসাহিত করছি।’

ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আপনার কাছে যদি বিশ্বকাপের টিকিট থাকে, তাহলে আপনি ভিসার জন্য অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আমরা প্রথম সাক্ষাতে বলেছিলাম যুক্তরাষ্ট্র বিশ্বকে স্বাগত জানায়।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তা ও সুরক্ষা একটি সফল বিশ্বকাপ আয়োজনের প্রধান শর্ত। আজ আমরা দেখছি, মানুষ যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভিসার বাড়তি চাপ সামাল দিতে বিশ্বজুড়ে অতিরিক্ত ৪০০ কনস্যুলার কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় ৮০ শতাংশ অঞ্চলে মার্কিন ভ্রমণকারীরা ৬০ দিনের মধ্যেই ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। নতুন ব্যবস্থায় ফিফার মাধ্যমে টিকিট কিনেছেন এমন দর্শকরা একটি বিশেষ ‘ফিফা পোর্টাল’-এ প্রবেশ করে দ্রুত ভিসা আবেদন ও সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করতে পারবেন।

রুবিও বলেন, ‘আমরা সবার মতোই একই নিরাপত্তা যাচাই করব। শুধু তাদের সারির সামনে আনা হবে।’

ফিফা পাসের উদ্দেশ্য হলো কঠোর অভিবাসন নীতির সঙ্গে ভারসাম্য বজায় রেখে বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বিদেশি দর্শকদের চাপ সামাল দেওয়া। ফিফা পাসে ‘পাস’ শব্দটি ‘prioritised appointments scheduling system’–এর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রজুড়ে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে ট্রাম্প সিয়াটলে প্রগতিশীল অ্যাকটিভিস্ট কেটি উইলসনের মেয়র নির্বাচিত হওয়া ও ওই শহরের ‘মাইগ্র্যান্ট স্যাংচুয়ারি’ নীতির কারণে সেখানকার ম্যাচগুলো স্থানান্তরের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘যদি সামান্যও ঝুঁকির ইঙ্গিত পাই, তবে আমি জিয়ান্নিকে বলব ম্যাচটি অন্য শহরে সরিয়ে নিতে।’

তবে ইনফান্তিনো নিরাপত্তাকেই অগ্রাধিকার হিসেবে উল্লেখ করলেও সম্ভাব্য ভেন্যু পরিবর্তন নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে যান এবং বলেন, ‘মানুষ যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখছে, টিকিট বিক্রিও তা প্রমাণ করে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন