মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘বাবা ঠিকই বলেছিলেন, এই ট্রাইব্যুনালেই হাসিনাকে মৃত্যুদণ্ড দিল’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:০১ এএম
হুম্মাম কাদের চৌধুরী ও সালাহউদ্দিন কাদের চৌধুরী
expand
হুম্মাম কাদের চৌধুরী ও সালাহউদ্দিন কাদের চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর একটি পুরোনো মন্তব্য নতুন করে আলোচনায় উঠেছে।

ভিডিওটি আবার ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে কথা বলেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রচারণার সময় তিনি বলেন, আদালতে তাঁর বাবার মন্তব্য কেবল ব্যক্তিগত মত ছিল না বরং বছরের পর বছর ধরে দেশের অসংখ্য মানুষ একই রকম প্রত্যাশা পুষে রেখেছিল।

সোমবার সন্ধ্যায় মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আব্বা যখন আদালতে ভবিষ্যতের কথা বলেছিলেন, সেটি তাঁর দৃষ্টিভঙ্গি ছিল।

তবে দেশের সাধারণ মানুষের মধ্যেও দীর্ঘদিন ধরে এই বিশ্বাস তৈরি হয়েছিল যে একদিন শেখ হাসিনার বিচার হবেই।”

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আদালতে বিচারকদের উদ্দেশে বলতে শোনা যায়, “আমি চাই এই ট্রাইব্যুনাল বন্ধ না হোক। রাজনৈতিক পরিস্থিতি বদলালে এখানেই শেখ হাসিনার বিচার হবে।”

হুম্মাম বলেন, “হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল, মানুষ সেগুলোর অনেকটাই জানত। তাই অনেকে মনে করত—বাবার মন্তব্য ভবিষ্যদ্বাণীর মতো হলেও বাস্তবে বহু মানুষের মনের কথা তিনি বলেছেন। এই রায় বাংলাদেশে একদিন না একদিন হবে—এটা জনমনে বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল।”

এর আগে সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং আরও দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় দেয়।

এ রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং মামলার সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন