

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকায় প্রতিদিন রাস্তায় নামলেই নানারকম ভোগান্তির মুখে পড়তে হয়। বিশেষ করে বিভিন্ন সংগঠনের আয়োজিত কর্মসূচির কারণে ট্রাফিক চলাচলে বাধা সৃষ্টি হয়। তাই দিনের শুরুতেই শহরের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো জেনে নিলে চলাচলে সুবিধা হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) শহরের যেসব আয়োজনে জনসমাগম বা চলাচলে প্রভাব পড়তে পারে, সেগুলোর সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলো।
অর্থ উপদেষ্টার দিনের সূচি
সকাল ১১টা: সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সকাল ১১টা ১৫ মিনিট: সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।
সমাজকল্যাণ ও নারী–শিশু বিষয়ক উপদেষ্টার কার্যক্রম
সকাল ১১টা: বিজয়নগরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বিকেল ৩টা: বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
জামায়াতের নির্ধারিত কর্মসূচি
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট: মিরপুর-১৪–এর জামেউল উলুম মাদ্রাসা মাঠে কাফরুল দক্ষিণ থানার আয়োজনে প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
ছাত্রশিবিরের আয়োজন
দুপুর ১২টা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জবি শাখার পক্ষ থেকে জকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করা হবে।
মন্তব্য করুন
