

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক সদস্যসহ দলের সব পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতা।
সোমবার (১৭ নভেম্বর) উপজেলার কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। পদত্যাগকারী তয়েব আলী শেখ কুশলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
সংবাদ সম্মেলনে তয়েব আলী শেখ বলেন, বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছি। তাই আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে সরে দাঁড়াচ্ছি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকব না। নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।
মন্তব্য করুন
