

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া পুলিশি হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি তুলে ধরেন।
সাদিক কায়েম লিখেছেন, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় রাফিয়াকে পুলিশ হেনস্তা করে। তাঁর ভাষ্য অনুযায়ী, বাহিনীর পোশাকে পরিবর্তন এলেও অনেক সদস্যের আচরণে আগের রাজনৈতিক আনুগত্যের প্রভাব এখনো রয়ে গেছে।
তিনি আরও দাবি করেন, একই এলাকায় সেদিন বহু শিক্ষার্থীর ওপরও হামলার ঘটনা ঘটেছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকে মারাত্মকভাবে আহত হন। সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
পোস্টে তিনি অভিযোগ করেন, পুলিশ বাহিনীর ভেতরে রাজনৈতিক আশ্রয়ে থাকা অনৈতিক ব্যক্তিরা সক্রিয় রয়েছে—যাদের দ্রুত সনাক্ত করে বরখাস্ত করা প্রয়োজন।
পাশাপাশি খুনি হাসিনার পক্ষে বিবৃতি দেওয়া শিক্ষক এবং জুলাইয়ের ঘটনার সমর্থনদাতা বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
স্ট্যাটাসের শেষে সাদিক কায়েম লিখেন, বহু মানুষের ত্যাগের বিনিময়ে পাওয়া পরিস্থিতিতে কোনোভাবে দোষীদের দায়মুক্তি মেনে নেওয়া হবে না।
মন্তব্য করুন
