মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০১:২২ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
expand
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি তারা বাস্তবায়নের পথে রয়েছে। এই ঘোষণাটি তিনি দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউসে আগমনের আগে।

সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য এফ-৩৫ বিক্রির বিষয়ে মঙ্গলবার তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদন প্রকাশ করেছে। r

সোমবারের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি বলছি, আমরা এটা করব। আমরা এফ-৩৫ বিক্রি করব।

এর আগে শুক্রবার তিনি জানিয়েছেন, লকহিড মার্টিনের তৈরি এই অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার ব্যাপারে সৌদি আরব প্রবল আগ্রহ দেখাচ্ছে।

ট্রাম্প আরও জানান, সৌদি আরবের পক্ষ থেকে অনেক বিমান কেনার আগ্রহ প্রকাশ করা হয়েছে। তারা শুধু এফ-৩৫ নয়, অন্যান্য ধরনের যুদ্ধবিমানের ওপরও নজর দিচ্ছে।

ব্লুমবার্গের এক প্রশাসনিক কর্মকর্তার বরাতে জানা গেছে, সফরের সময় ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমান এফ-৩৫ কেনার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেন।

সৌদি যুবরাজের সফরের সময় অর্থনীতি ও প্রতিরক্ষা সংক্রান্ত অন্যান্য চুক্তিও হতে পারে। এর মধ্যে রয়েছে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সম্পর্কিত সম্ভাব্য চুক্তি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন