মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বললো জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১:৩১ পিএম
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন
expand
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন প্রতিক্রিয়া জানিয়েছে।

হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি বলেছেন, গত বছর বিক্ষোভ দমনকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেওয়া এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষত মানবাধিকার লঙ্ঘনের দায়ী ব্যক্তিদের জন্য।

সোমবার (১৭ নভেম্বর) জেনেভা থেকে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, জাতিসংঘ মৃত্যুদণ্ডের ব্যবহারকে দুঃখজনক বলে মনে করে এবং কোনো পরিস্থিতিতেই এটিকে সমর্থন করে না।

রাভিনা আরও উল্লেখ করেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের পর থেকেই তারা বারবার আহ্বান জানিয়ে আসছেন—অপরাধে জড়িত সবাইকে, নেতৃত্বে থাকা ব্যক্তিসহ, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের জন্য কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, যদিও এই মামলার বিচারপ্রক্রিয়ায় জাতিসংঘ সরাসরি যুক্ত ছিল না, তবে আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে স্বচ্ছ ও ন্যায্য বিচার নিশ্চিত করার আহ্বান সবসময়ই জানানো হয়ে থাকে।

অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সত্য প্রকাশ, ক্ষতিপূরণ এবং ন্যায়বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলনের দিকে এগোবে। তিনি বলেন, অতীতের লঙ্ঘন যাতে পুনরায় না ঘটে, সেজন্য নিরাপত্তা খাতে বাস্তবসম্মত ও রূপান্তরমূলক সংস্কার প্রয়োজন। জাতিসংঘ এই প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার ও জনগণকে সহযোগিতা করতে প্রস্তুত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন