বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ উৎসব। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বিশ্বজুড়ে এই দিনটি উদ্যাপিত হয়। গৌতম বুদ্ধের জীবনের তিনটি ঐতিহাসিক ঘটনা— জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ — একদিনেই সংঘটিত...