মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার রায়ের পর কাদের মোল্লার সেই চিঠি ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম
কাদের মোল্লার লিখা সেই চিঠি
expand
কাদের মোল্লার লিখা সেই চিঠি

জুলাইয়ের গণআন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রায় দেন।

রায় ঘোষণার পরপরই সামাজিক মাধ্যমে আলোচনায় আসে জামায়াত নেতা কাদের মোল্লার একটি পুরোনো চিঠি।

“অবিচার থেকে বিচার”- শিরোনামে চিঠিটি শেয়ার করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মহিউদ্দিন খান। পোস্টটিতে উল্লেখ করা হয়েছে—চিঠিটি কাদের মোল্লার নিজের হাতে লেখা। এরপর চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

চিঠিটি সাবেক আ.লীগ ও বিএনপি নেতা গোলাম মাওলা রনিকে লিখেন... “প্রিয় রনি, যদি কখনো সময় পাও বা মন চায়, তবে আমার মৃত্যুদণ্ড কার্যকরের পর অন্তত একবার বলো বা লিখে দিও—কাদের মোল্লা আর কসাই কাদের একই মানুষ নয়।

আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে, আর ‘কসাই কাদের’ কিয়ামত পর্যন্ত হাসবে। —কাদের মোল্লা”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন