মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গুলি করে পালানোর সময় দ্রুত রিকশা না চালানোয় চালককেও গুলি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
আহত রিকশাচালক আরিফুল
expand
আহত রিকশাচালক আরিফুল

গুলিবিদ্ধ যুবদল নেতার ঘটনার পর অটোরিকশাচালককেও লক্ষ্য করে গুলি

রাজধানীর পল্লবীতে যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার পর পালানোর সময় একটি অটোরিকশা থামিয়ে সেটিতেই চড়েছিল হামলাকারীরা।

অটোরিকশা দ্রুত না বাড়ানোয় চালক আরিফুল (২২)-এর পিঠে গুলি করে সন্ত্রাসীরা।

ঘটনাটি ঘটে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী ১২ নম্বর সেক্টরের বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির সামনে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, দোকানটির সামনে হঠাৎ তিন-চারজন অস্ত্রধারী এসে ছয়-সাত রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে গোলাম কিবরিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ চালক আরিফুল জানান, হামলাকারীরা তার অটোরিকশায় উঠে কোনোরূপ দেরি না করে দ্রুতগতিতে চালাতে চাপ দেয়। তিনি গতি বাড়াতে না পারায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

গুলি তার পিঠের বাঁ পাশে লাগে, এবং তিনি রাস্তায় পড়ে গেলে হামলাকারীরা সরে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ফারুক জানান, পল্লবী এলাকা থেকে গুলিবিদ্ধ এক অটোরিকশাচালক চিকিৎসার জন্য ঢামেকে এসেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন