

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ভালুকায় দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হলেও তা আমলে নেয়া হয়নি। এমনকি গত পাঁচদিনেও পুলিশ অপহৃতাকে উদ্ধার করতে পারেনি বলে বাদীর অভিযোগ।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের মোহাম্মদ আলীর দশম শ্রেণীতে পড়ূয়া মেয়েকে একই গ্রামের রবি খার ছেলে শাকিল মিয়া স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাবসহ প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল।
গত বুধবার ১২ নভেম্বর সকালে একই গ্রামে অবস্থিত মামাতো ভাই মো. ধনু মিয়ার বসতবাড়িতে যাওয়ার পথে ওঁত পেতে থাকা অভিযুক্ত শাকিল মিয়া আজ্ঞাতনামা দুইজন যুবকের সহযোগিতায় ওই স্কুল শিক্ষার্থীকে জোড়পূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে ঘটনার দিন রাতেই ওই স্কুল শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু গত পাঁচদিনেও পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি বলে বাদীর অভিযোগ।
এ বিষয়ে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শক করেছেন তিনি। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওই উপ-পরিদর্শক।
মন্তব্য করুন