সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে হাসিনার বিচার নিয়ে সাকা চৌধুরীর সেই বক্তব্য ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ঠিক ১০ বছর আগে, নভেম্বর মাসেই মানবতাবিরোধী অপরাধে বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিতর্কিত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ফাঁসি সম্পন্ন করে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার নিয়ে তখনই নানা প্রশ্ন উঠেছিল। নিজেকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে বক্তব্যও দেন সাবেক এই ছয়বারের সংসদ সদস্য। তার সেই বক্তব্যই নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা হওয়ার পর আবারও সামনে এসেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর শেখ হাসিনার বিচার বিষয়ে দেওয়া মন্তব্যগুলো।

সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন- ‘এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে...।’

ছয়বারের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন