সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রায়ের প্রতিক্রিয়ায় কাদের মোল্লার চিঠি শেয়ার করলেন মহিউদ্দিন খান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
এজিএস মহিউদ্দিন খান
expand
এজিএস মহিউদ্দিন খান

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন জন বিচারপতির মধ্যে প্রধান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এ রায় ঘোষণা করেন।

রায়ের পর প্রতিক্রিয়া হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)-এর এজিএস মহিউদ্দিন খান একটি চিঠি পোস্ট করেছেন যা ‘অবিচার থেকে বিচার’ এই ক্যাপশন। বলেছে, তা যুদ্ধাপরাধে দণ্ডিত কাদের মোল্লার হাতের লেখা।

এতে লেখা রয়েছে, প্রিয় রনি, ‘যদি কখনো সময় পাও এবং তোমার ইচ্ছা হয় তবে আমার ফাঁসির পর একবার হলেও বলো বা লিখো—কাদের মোল্লা আর কসাই কাদের এক ব্যক্তি নয়। আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে আর কসাই কাদের তখন কিয়ামত পর্যন্ত হাসবে।/কাদের মোল্লা।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন