মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
ইসলামী ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড 
expand
ইসলামী ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড 

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি শাখা অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে সিংগাইর বাজার রোডে অবস্থিত ব্যাংকটিতে আগুন লাগে। আগুনে ব্যাংকের ভেতরে থাকা কম্পিউটার, প্রিন্টারসহ গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে।

খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা টেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ রমজান আলী জানান, গতকাল রাত ২টার দিকে হঠাৎ করে ব্যাংকের কার্যালয়ে আগুন লাগে। বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে এক ঘণ্টার মতো সময় লাগে। এ সময় ব্যাংকের অভ্যন্তরে ৮টি কম্পিউটার, ২টি প্রিন্টার, ৩টি এসি, বিভিন্ন ফার্নিচারসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিংগাইর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ মহিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা কর হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। আগুনে প্রতিষ্ঠানটির ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন