মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জমি দখলচক্রের অত্যাচারে রায়পুরে সংবাদ সম্মেলন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০২:০২ পিএম
ভুক্তভোগী আফতাহী ওয়াজেদ ও তার পরিবার
expand
ভুক্তভোগী আফতাহী ওয়াজেদ ও তার পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে বসতবাড়ির জমি দখলের পাঁয়তারা, ঘর ভাঙচুর ও উচ্ছেদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আফতাহী ওয়াজেদ ও তার পরিবার।

সোমবার রাতে রায়পুর পৌর এলাকার নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে দীর্ঘদিনের হয়রানি, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আফতাহী ওয়াজেদ জানান, ২০০৬ সালের ২২৮৮ নম্বর হেবা দলিল অনুযায়ী তার বাবা সেলিম পাটওয়ারী রায়পুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সোনাপুর এলাকায় সোয়া আট শতাংশ জমির বৈধ মালিক ও দখলকারী। জমিটি বহু বছর ধরে তাদের ভোগ দখলে থাকলেও মোহাম্মদ মিজান, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ জাফর ও শাহ জাহানসহ একটি চক্র তাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে।

তিনি অভিযোগ করেন চক্রটি জমি থেকে উচ্ছেদ, ঘর ভাঙচুর, ঘরে আগুন লাগানোর চেষ্টা, এমনকি সুযোগ পেলে হত্যা করে লাশ গুম করার হুমকিও দিয়ে আসছে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আফতাহী ওয়াজেদ আরও বলেন, জমির মূল মালিক শাহজাহান পাটওয়ারী প্রথমে তাদের কাছে জমিটি বিক্রি করলেও পরে পুনরায় অন্য পক্ষের নিকট অবৈধভাবে ‘জ্বাল দলিল’-এর মাধ্যমে বিক্রি করেন। এ ঘটনায় আদালতে মামলা হলে সহকারী জজ আদালত উভয় পক্ষের দলিলপত্র যাচাই-বাছাই শেষে তাদের পক্ষে রায় প্রদান করে।

তারপরও ওই চক্রটি জোরপূর্বক দখলের চেষ্টা এবং নিয়মিত হুমকি ধামকি অব্যাহত রেখেছে,” অভিযোগ করে বলেন আফতাহী ওয়াজেদ।

এ পরিস্থিতিতে তিনি ও তার পরিবার স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন