

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের টঙ্গীতে রেললাইনের পাশে চটের বস্তার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোররাতের দিকে টঙ্গীবাজারের গরুহাটা এলাকার বস্তা পট্টিতে হঠাৎ আগুন দেখা দিলে মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে গুদামের পেছনের অংশে রেললাইনের পাশে আগুন দেখতে পান এলাকাবাসী। চট ও বস্তা অত্যন্ত দাহ্য হওয়ায় তা দ্রুত জ্বলে উঠে আশপাশে ছড়িয়ে পড়ে।
আগুনের কারণে গুদামের পাশাপাশি থাকা মসজিদের এসি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অগ্নিকাণ্ড আরও বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারত বলে জানান ফায়ার সার্ভিস সদস্যরা। তাদের দ্রুত হস্তক্ষেপে মসজিদ, রিকশা গ্যারেজসহ আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, “চটের বস্তার গুদামে আগুন ভয়াবহ আকার ধারণ করেছিল। আমাদের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অল্পের জন্য পাশের মসজিদ ও রিকশা গ্যারেজ রক্ষা পেয়েছে। আগুনের উৎস এখনও নিশ্চিত নয়, তদন্ত চলছে।”
অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে এবং ভেতরে রাখা সমস্ত মালামাল নষ্ট হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা পাশের রেললাইনে চলমান কাজের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস বলছে, তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন