মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপের দূতাবাসে স্বৈরাচার প্রতিহত করতে এনসিপিকে শক্তিশালী করতে হবে:  সামান্তা শারমিন

ইতালি প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১১:২২ পিএম
রোমে ‘প্রবাস থেকে প্রথম ভোট’ শীর্ষক আলোচনা সভা এবং নবগঠিত এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালির আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান
expand
রোমে ‘প্রবাস থেকে প্রথম ভোট’ শীর্ষক আলোচনা সভা এবং নবগঠিত এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালির আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান

এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ইউরোপসহ বিভিন্ন দেশের দূতাবাস ও সরকারি প্রতিষ্ঠানে যারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করছে তাদেরকে প্রতিহত করার জন্য এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সকে আরো সাংগঠনিক, ঐক্যবদ্ধ ও শক্তিশালী হতে হবে।

রোমে গত রোববার (২৩ নভেম্বর) ‘প্রবাস থেকে প্রথম ভোট’ শীর্ষক আলোচনা সভা এবং নবগঠিত এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালির আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে লাইভে যুক্ত হয়ে এ কথা বলেন।

একিসময় এনসিপি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোার তুষার লাউভে যুক্ত হয়ে বলেন, প্রবাসী ভোটের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম জোরদার করতে হবে।

অনুষ্ঠান প্রতিনিধি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল বাশার সভার সভাপতিত্ব করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন, রোমের ব্যবসায়ী জুয়েল আহমেদ এবং ইসলামি ফোরামের কেন্দ্রীয় নির্বাহী মশিউর রহমান ।

নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক রাসেল মুহাম্মাদ, যুগ্ম আহ্বায়ক মুনিরুল ইসলাম, সদস্য সচিব সালাহউদ্দীন আকন ও যুগ্ম সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ সংগঠনের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসমাঈল হোসাইন সোহান, মো. আল ফয়সাল, সাজেদুর রহমান ও সুলাইমান সাদী।

অনুষ্ঠানে সাংবাদিক, সামাজিক সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিত ছিলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন