

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ইউরোপসহ বিভিন্ন দেশের দূতাবাস ও সরকারি প্রতিষ্ঠানে যারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করছে তাদেরকে প্রতিহত করার জন্য এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সকে আরো সাংগঠনিক, ঐক্যবদ্ধ ও শক্তিশালী হতে হবে।
রোমে গত রোববার (২৩ নভেম্বর) ‘প্রবাস থেকে প্রথম ভোট’ শীর্ষক আলোচনা সভা এবং নবগঠিত এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালির আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে লাইভে যুক্ত হয়ে এ কথা বলেন।
একিসময় এনসিপি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোার তুষার লাউভে যুক্ত হয়ে বলেন, প্রবাসী ভোটের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম জোরদার করতে হবে।
অনুষ্ঠান প্রতিনিধি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল বাশার সভার সভাপতিত্ব করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, রোমের ব্যবসায়ী জুয়েল আহমেদ এবং ইসলামি ফোরামের কেন্দ্রীয় নির্বাহী মশিউর রহমান ।
নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক রাসেল মুহাম্মাদ, যুগ্ম আহ্বায়ক মুনিরুল ইসলাম, সদস্য সচিব সালাহউদ্দীন আকন ও যুগ্ম সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ সংগঠনের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসমাঈল হোসাইন সোহান, মো. আল ফয়সাল, সাজেদুর রহমান ও সুলাইমান সাদী।
অনুষ্ঠানে সাংবাদিক, সামাজিক সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিত ছিলে।
মন্তব্য করুন