মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে সমঝোতায় ১০০ আসন চাইছে খেলাফত মজলিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম
জামায়াত ও খেলাফত মজলিসের লোগো
expand
জামায়াত ও খেলাফত মজলিসের লোগো

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।

দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ জানান, তাদের প্রার্থী তালিকা প্রায় প্রস্তুত এবং আট দলীয় প্ল্যাটফর্মের কর্মসূচিতেও তারা সক্রিয়।

তবে জোটগতভাবে নির্বাচন করবে কি না—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খুব শিগগিরই নীতিনির্ধারকদের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে।

সমঝোতা হলে কয়টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের ন্যূনতম লক্ষ্য ১০০ আসন।

তিনি আরও জানান, দলটির অভ্যন্তরে ২৭৪টি আসনে সম্ভাব্য প্রার্থীও প্রস্তুত রয়েছে। আট দলের সমন্বয় সভা শেষ হলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

খেলাফত আন্দোলনের এক জ্যেষ্ঠ নেতা জানান, গত এক সপ্তাহ ধরে জোটের ভেতরেই আসন বণ্টন নিয়ে আলোচনা চলছে।

জামায়াত যেহেতু জোটে তুলনামূলক বড় দল, তাই স্বাভাবিকভাবেই তারা বেশি আসনে লড়াই করবে বলে ধারণা করা হচ্ছে। তবে ঐক্য চূড়ান্ত করতে হলে সকল দলকেই কিছুটা ছাড় দেওয়ার মনোভাব রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আট দলের কেন্দ্রীয় নেতাদের সংসদে পাঠানোর ব্যাপারে একটি অভিন্ন অবস্থান গড়ে উঠেছে। তাই প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে শীর্ষ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা থাকবে।

নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার জানান, তাদের দলের স্বাধীন প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত হয়নি।

তবে তারা অন্তত ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়ে রেখেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত আট দল মিলে যৌথভাবে নেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন