মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক স্বার্থে মসজিদ ব্যবহার বন্ধ করতে হবে: বিএনপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৪১ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
expand
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোরআন ও সুন্নাহর বিরোধী কোনো কার্যক্রম বাংলাদেশে মেনে নেওয়া যায় না।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মিলিত ইমাম–খতিব জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, যথাযথ তথ্য ও আইনি ভিত্তি ছাড়া রাষ্ট্রে কাউকে আটক করা উচিত নয়, এমনকি ইমাম-খতিবদের ক্ষেত্রেও নয়। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার ধর্মবিরোধী আচরণ করেছে এবং ইসলামকে অবহেলা করেছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে মসজিদ বা উপাসনালয়কে ব্যবহার করার প্রবণতা বন্ধ করতে হবে।

ধর্মীয় স্থাপনাগুলোকে বিতর্ক থেকে দূরে রাখতে হবে এবং ইমামদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। তার ভাষায়,

“রাজনীতি চর্চার অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু মসজিদ সেই জায়গা নয়।”

সম্মেলনে উপস্থিতদের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, দেশের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, এবং সবাইকে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন