

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সাম্প্রতিক মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।
শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের প্রসঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যৌথ বিবৃতি, এ নিয়ে সাদিক কায়েমের বক্তব্যই তার সমালোচনার মূল কারণ।
মাসুদ কামাল বলেন, “হঠাৎ নিজেদের বিপ্লবী ভাবতে শুরু করেছেন সাদিক কায়েম।
মাত্র দুইটা ভোট পেয়ে মাথা যেন খারাপ হয়ে গেছে। এরকম অনেককে দেখেছি—ভোট পাওয়ার পর বাস্তবতা ভুলে যায়। নিজেকে সংযত করুন। যে ভালো ব্যবহার আর সুনামের কথা শুনেছি, সেটা ধরে রাখার চেষ্টা করুন।”
তিনি আরও বলেন, “বিনয়ের ভান করে বেশি দিন থাকা যায় না। প্রকৃত স্বভাব একসময় প্রকাশ পায়। সেই চরিত্র যদি নিজে বদলাতে না পারেন, সেটা আর ঢেকে রাখা সম্ভব নয়।”
সাদিক কায়েমের বক্তব্যে শিক্ষকদের হুমকি দেওয়ার প্রসঙ্গ টেনে মাসুদ কামাল বলেন, “কোন শিক্ষককে থাকতে দেওয়া হবে না, এ ধরনের কথা বলার আপনি কে? ডাকসুর মেয়াদ শেষ হলে আপনি সাধারণ নাগরিক। একজন শিক্ষককে বের করে দেওয়ার ক্ষমতা আপনার নেই।”
তিনি আরো প্রশ্ন তোলেন, “ভিন্নমত প্রকাশ করলেই বা কারও রাজনৈতিক অবস্থান পছন্দ না হলেই তাকে সরিয়ে দেবেন?
আপনি নিজেও তো আগের সরকারের সময়ে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে শিক্ষকরা চাপে পড়ে বা যেকোনো কারণে স্বাক্ষর দিলে তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে—এ যুক্তি কোথায়”
প্রসঙ্গত, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। এ রায়ের প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০১ জন শিক্ষক বিবৃতি দেন।
এ ঘটনার পর সাদিক কায়েম মন্তব্য করেছিলেন, ‘যেসব শিক্ষক খুনি হাসিনার পক্ষে স্বাক্ষর করেছে, তাদের এই দেশে রাখা যাবে না। তাদের নির্মূল করাই আমাদের রাজনীতি। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদেরও আহ্বান জানাই এসব শিক্ষকের ক্লাস বয়কট করতে এবং প্রশাসন যাতে তাদের চাকরিচ্যুত করে।’
মন্তব্য করুন
