মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি চিঠি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম
বাংলাদেশ সরকারের লোগো
expand
বাংলাদেশ সরকারের লোগো

ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তার বিস্তারিত তথ্য দ্রুত পাঠানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

২৩ নভেম্বর প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদীর স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ২১ নভেম্বরের ভূমিকম্পে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীনে থাকা কোন শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার প্রতিবেদন সোমবার (২৪ নভেম্বর) এর মধ্যেই ই-মেইলে পাঠাতে হবে।

নির্ধারিত ছক অনুযায়ী সচিত্র বিবরণসহ স্ক্যানকপি ও সফটকপি (Excel – Nikosh font) [email protected] ঠিকানায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্যও আলাদাভাবে সংগ্রহ করা হচ্ছে।

নির্ধারিত টেমপ্লেট অনুযায়ী জেলা–উপজেলা, ক্ষতিগ্রস্ত কক্ষের সংখ্যা, ক্ষতির ধরন ও বিবরণসহ পূর্ণাঙ্গ তথ্য ২৭ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে। প্রতিবেদনের হার্ড কপি ও সফট কপি (Nikos ফন্টে প্রস্তুত এক্সেল শিট) পাঠাতে হবে পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন-এর ইমেইল [email protected] ঠিকানায়।

উল্লেখ্য, ২১ নভেম্বর সারা দেশে ৫.৭ মাত্রার কম্পন অনুভূত হয়, যার উৎপত্তি ছিল নরসিংদী এলাকায়।

গণমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, বিভিন্ন জেলায় বহু শিক্ষা প্রতিষ্ঠানে ফাটলসহ ক্ষতির চিহ্ন দেখা গেছে।

এ পরিস্থিতিতে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির হিসাব দ্রুত সংগ্রহ করতেই এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন