

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) রাত প্রায় সাড়ে ৮টার সময় গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজারের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রামেশ্বরপুরের মেহেদী হাসান (২০) এবং শেরপুর পৌর এলাকার গোসাইপাড়ার শাহাবুল হাসান (২০)। একই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের সঙ্গী উৎসব চক্রবর্তী (২০)।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিন বন্ধু মোটরসাইকেলে করে রামেশ্বরপুরের দিকে যাচ্ছিলেন। পথে বাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানের শাটারে গিয়ে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন। উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতের মধ্যেই শাহাবুল ও মেহেদী মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা লাল মিয়া।
শেরপুর থানার এসআই আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাহাবুল। তিনি এবং মেহেদী মারাত্মকভাবে আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। আহত উৎসব প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেছেন।
উৎসব জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার পথে অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনায় নিহত শাহাবুলের একটি ফেসবুক স্টোরি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুর্ঘটনার মাত্র দুই ঘণ্টা আগে তিনি স্টোরিতে লিখেছিলেন, “সাদা কাপড়, মাটির ঘর, বাসের ছাড়নি।”
মন্তব্য করুন
