

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গডফাদার বা সন্ত্রাসী ছাড়া কেউ সংসদ সদস্য হতে পারে না—এই প্রচলিত ধারণা ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা।
রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তাসনিম জারা জানান, সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি ধারণা রয়েছে—রাজনীতিতে সৎ বা যোগ্য মানুষ টিকে থাকতে পারে না। এলাকার গডফাদার, প্রভাবশালী সন্ত্রাসী অথবা চাঁদাবাজরাই এমপি হন; সৎ নাগরিকদের রাজনীতিতে জায়গা নেই। “এই ভুল ধারণাকেই আমরা পরিবর্তন করতে চাই,” বলেন তিনি।
তিনি আরও জানান, যোগ্য, সৎ ও জনবান্ধব মানুষকে সামনে আনতেই এনসিপি এবার উন্মুক্তভাবে মনোনয়ন সংগ্রহের সুযোগ দিয়েছে। অনলাইন ও অফলাইন—দু’মাধ্যমেই আবেদন নেওয়া হয়েছে।
এনসিপির এই নেত্রী বলেন, রাজনীতি যাতে সীমিত কিছু গোষ্ঠী বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেজন্যই সারা দেশের যেকেউ এনসিপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পেরেছেন। এর ফলে বিভিন্ন পেশার মানুষ—আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, উদ্যোক্তা—এমনকি যারা কখনো রাজনীতিতে যুক্ত হওয়ার কথা ভাবেননি তারাও আবেদন করেছেন।
তাসনিম জারা জানান, গত কয়েক সপ্তাহে দেশজুড়ে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় মনোনয়ন ফর্ম সংগ্রহকারীদের বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, “আমরা এমন একটি রাজনৈতিক ধারা তৈরি করতে চাই যেখানে জবাবদিহিতার সংস্কৃতি থাকবে। রাজনীতিতে নতুন মানুষকে যুক্ত করলেই সেই জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। পুরোনো চিন্তাভাবনা আমরা বদলাতে চাই।”
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
