মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম
আওয়ামী লীগ নেতা তারিক রিফাত
expand
আওয়ামী লীগ নেতা তারিক রিফাত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুরসহ কয়েকটি মামলায় গ্রেপ্তার হওয়া স্থানীয় আওয়ামী লীগ নেতা তারিক রিফাত (৫৫) কারাগারে পৌঁছানোর পর অসুস্থ হয়ে মারা গেছেন। বিষয়টি গাইবান্ধা জেল সুপার আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

রবিবার (২৩ নভেম্বর) বিকেল চারটার দিকে তাকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়। কারাগারে প্রবেশের প্রায় আধা ঘণ্টার মাথায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিএসএসের ছেলে। রিফাত ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘আসামিকে অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। চিকিৎসা শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন