মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল-৫: জামায়াত প্রার্থী মাঠে ক্ষুব্ধ ইসলামী আন্দোলন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
মোয়াজ্জেম হোসেন হেলাল ও সৈয়দ ফয়জুল করীম
expand
মোয়াজ্জেম হোসেন হেলাল ও সৈয়দ ফয়জুল করীম

বরিশাল-৫ আসনটি এবার আলোচনার কেন্দ্রবিন্দু। আটটি ইসলামী দল সম্প্রতি নিজেদের ঐক্যের বিষয়ে বারবার বক্তব্য দিয়েছে, তবে এই আসনে সমঝোতা এখনও স্পষ্ট হয়নি।

চরমোনাই পীরের ঘাঁটি হিসেবে পরিচিত বরিশাল সদর এলাকায় জামায়াতেরও বিশাল সমর্থক রয়েছে। এ অঞ্চলে চরমোনাই পীরের বিপুলসংখ্যক মুরিদ থাকায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তীব্র।

ইসলামী আন্দোলনের পক্ষে এই আসনে প্রার্থী হচ্ছেন দলের আমীর পীর সাহেব চরমোনাইয়ের ছোট ভাই ও প্রভাবশালী নেতা সৈয়দ ফয়জুল করীম।

অপরদিকে, জামায়াত দুই মাস আগেই বরিশাল-৫ এর প্রার্থী ঘোষণা করেছে। তাদের প্রার্থী হলেন সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, যিনি ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে জামায়াতের প্রার্থী ছিলেন।

২০২৪ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোটবদ্ধভাবে নির্বাচন করেছে। ২০০১ ও ২০০৭ সালের নির্বাচনে জামায়াত এই জোটের অংশ হিসেবে বরিশাল সদর আসন বিএনপির জন্য ছাড় দিয়েছিল।

১৯৯১ থেকে এ পর্যন্ত বরিশাল সদর আসনে সব নির্বাচন ও উপ-নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছে বিপুল ভোট ব্যবধানে।

ইসলামী আন্দোলন আগে জামায়াতের কঠোর সমালোচক ছিল। জুলাই অভ্যুত্থানের পর থেকে ইসলামী দলগুলো সমমনা দলগুলোর সঙ্গে একাত্মতার চেষ্টা করছে।

এ প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনের জন্য জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আটটি ইসলামী দল জোট ঘোষণা করেছে। তবে বরিশাল-৫ আসনটি নিয়ে দুই দলের মধ্যে টানাপড়েন চলছে।

জামায়াতের পক্ষ থেকে চলমান প্রচার-প্রচারণা ও তৃণমূলের সক্রিয় অংশগ্রহণে ইসলামী আন্দোলনের নেতারা কিছুটা ক্ষুব্ধ।

ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী জানান, বরিশাল সদর ও ঢাকা-৪ আসনে জামায়াত প্রার্থী না দেওয়ার শর্তে কথা হয়েছিল, কিন্তু বরিশাল-৫ এর প্রার্থিতা নিয়ে পূর্বপ্রস্তুতি চলমান।

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, “আমি বরিশাল-৫ আসনে প্রার্থী হওয়ায় মাঠে রয়েছি। এখনো কোনো আসনে কাউকে ছাড় দেয়ার নির্দেশ পাইনি।

বিপুলসংখ্যক নেতা ও কর্মী আমার সঙ্গে রয়েছেন। দলের বাইরে কেউ না থাকায় আমরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছি। যদি দল নির্দেশ দেয়, তখন পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেব।”

অপরদিকে, বিএনপি প্রার্থী এডভোকেট মজিবর রহমান সরোয়ার দলগত ঐক্যকে কাজে লাগিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

ধারণা করা হচ্ছে, ইসলামী দলগুলো যদি সমঝোতার মাধ্যমে একক প্রার্থী দেন, তবে সরোয়ারকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে। তবে কোন দল বা প্রার্থী এই আসনে এগিয়ে থাকবেন, তা নিয়ে এখনও টানাপড়েন চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন