মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০২:১৬ পিএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল ব্যবহার করে শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিয়েছে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের অংশগ্রহণে মোটরসাইকেল র‍্যালির সময় দুর্ঘটনা ও আহতের ঘটনা ঘটে-এর পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানান দলটির মহাসচিব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নির্বাচন উপলক্ষে জেলা ও মহানগর পর্যায়ে মোটরসাইকেল র‌্যালি বেড়ে গেছে। তবে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় আমিরে জামায়াত সব ধরনের মোটরসাইকেল শোভাযাত্রা ও র‌্যালি বন্ধের নির্দেশ দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন