সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইএসইউতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা সিজন ২ অনুষ্ঠিত

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
আইএসইউতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা
expand
আইএসইউতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর বিজনেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো বিজনেস আইডিয়া প্রতিযোগিতা সিজন ২।

রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে চ্যাম্পিয়ন্স ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

আইএসইউ উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ব্যবসার নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে। মনে রাখবে যেখানেই সমস্যা থাকবে সেখানেই সম্ভাবনা। একমাত্র ব্যবসাই পারে তোমাদের বর্তমান অবস্থানকে পরিবর্তন করে দ্রুত সামনে এগিয়ে নিয়ে যেতে।

তিনি আরো বলেন, এখন তরুণদের সময়, তারুণ্যের উত্থান আমাকে সবসময় আনন্দিত করে। শুধু বিজনেস আইডিয়া নয়, রাষ্ট্র জয়ের আইডিয়া নিয়ে এগিয়ে যেতে হবে অনেক দূর। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি নতুন নতুন আইডিয়া উদ্ভাবনের মাধ্যমে নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে, ক্যারিয়ারে সফল হতে হবে।

বক্তব্য / SOT যাবে (ভিডিও ফুটেজ) 1. প্রফেসর ড. আব্দুল আউয়াল খান, উপাচার্য, আইএসইউ…………………… বক্তব্য / SOT যাবে 2. মায়িশা আফিয়া যারিন, বিচারক …………………………………………………….. বক্তব্য / SOT যাবে 3. চ্যাম্পিয়ন টিম গ্রিন ল্যান্টার্নস………………………………………………………… বক্তব্য / SOT যাবে 4. রানার্স আপ ফিউচার ফ্রেম……………………………………………………………… বক্তব্য / SOT যাবে

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- আইএসইউ বিজনেস ক্লাবের উপদেষ্টা এস.এম. নাসের ইকবাল, বিজনেস ক্লাবের মডারেটর ফারজানা চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক এস.কে. শোয়াইব আহমেদ এবং আইন বিভাগের প্রভাষক মায়িশা আফিয়া যারিন। এছাড়াও উপস্থিত ছিলেন, আইএসইউ ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. মুহম্মদ কামরুজ্জামানসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

আইএসইউ বিজনেস আইডিয়া প্রতিযোগিতা সিজন ২ এ চ্যাম্পিয়ন হয় বিবিএ ৯ম ব্যাচের শিক্ষার্থী তৌহিদ আহমেদ উপম ও লাইজুল করিম জিসানের সমন্বয়ে গঠিত টিম গ্রিন ল্যান্টার্নস । রানার্স আপ হয় এলএলবি ১ম ব্যাচের মুয়াররিফ বিল্লাহ, শায়লা শবনম, সাদিয়া আক্তারের সমন্বয়ে গঠিত টিম ফিউচার ফ্রেম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন