রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মনোনীত হলেন সেই কারানির্যাতিত খাদিজা

জবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরা
expand
জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন যুগ্ম-আহ্বায়ক হিসেবে খাদিজাতুল কুবরাকে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার (১৬ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রাথমিক সদস্য হিসেবে তিনি নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

এছাড়াও বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তার মেধা, মনন ও কর্মদক্ষতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবে বলেও আশা প্রকাশ করা হয়।

এ মনোনয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদের অনুমোদনে প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন