মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় সড়ক দুর্ঘটনায় বাবা–মেয়েসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
পাবনায় সড়ক দুর্ঘটনায় বাবা–মেয়েসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত
expand
পাবনায় সড়ক দুর্ঘটনায় বাবা–মেয়েসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত

পাবনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা–মেয়েসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে।

আজ সোমবার বিকেল পোনে ৫টার দিকে পাবনা–ঢাকা মহাসড়কের চব্বিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোটরসাইকেল চালক জব্দুল শেখ (৩৫) ও তার মেয়ে জুবাইয়া খাতুন (৮)।

মাধপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, পাবনা থেকে কাশীনাথপুরগামী পাটবোঝাই একটি ট্রাক একই দিকে আসা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে জব্দুল শেখ ও তার ছোট মেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৬) গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন