মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ করেছেন কিন্তু চাঁদাবাজি, খুন ও গুমের সঙ্গে জড়িত নেই তারা জামাই আদরে থাকবেন: কাসেমী

নারায়নগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী
expand
হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী

নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী ও হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, "রাজনৈতিকভাবে আওয়ামী লীগ করেছেন কিন্তু মাদক ব্যাবসা, চাঁদাবাজি, খুন, গুমের সঙ্গে জড়িত নেই। এমন যারা আছেন আওয়ামী লীগের ভাইয়েরা অন্তত নারায়ণগঞ্জ-৪ আসনে জামাই আদরে থাকবে ইনশাআল্লাহ।

আপনি যদি সমাজের বিরুদ্ধে দাড়িয়ে থাকেন তার বিচার হবে। যারা সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা ইতোমধ্যেই দেশের বাহিরে খেলতে চলে গেছে। চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা যেই দলেরই হোক, তারা কোনোভাবেই ছাড় পাবে না।"

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভবনের একটি রেস্টুরেন্টে কারামুক্তির দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কাসেমী দাবি করেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী আন্দোলনের পরিকল্পনাকারীদের একজন হওয়ায় তাকেও কারাবরণ করতে হয়েছিল।"

তিনি বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, তার অগ্রভাগে ছিলাম আমি। অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি বলেই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতন সহ্য করতে হয়েছে।”

সভায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আলেমদের লক্ষ্য করেই নির্যাতন চালিয়েছে। যেখানে দুর্নীতিবাজ-ধর্ষকরা জেলে স্বাভাবিক জীবন কাটাত, সেখানে আলেমদের ওপর নির্মমতা হতো।”

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “জনগণ যদি ইসলামকে বিজয়ী করতে চায়, তবে দেশও ইসলামের বিজয় লাভ করবে।”

জমিয়তে উলামায় ইসলাম নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা ফেরদৌসুর রহমান বলেন, “আলেমদের বিরুদ্ধে কখনো চাঁদাবাজি বা দখলবাজির অভিযোগ নেই। তারা নেতৃত্বে এলে দেশ অন্যায়-অত্যাচার থেকে মুক্ত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের মুফতি নাসির উদ্দিন মনির, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় সদস্য মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন