মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড
expand
গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান।

এদিকে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়ায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ক্ষেতুপাড়া শাখার সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে।

মুহুর্তেই আগুন পুরো সাইনবোর্ডে ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায়।ভিডিওতে একজনকে কথা বলতে শোনা যায়। এতে বলা হচ্ছে, ইউনূসের কোনো শাখায়ই আমরা রাখবো না। ইউনূস তুই গদি ছাড়..... (অস্পষ্ট)। এসময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতেও শোনা যায়।

এব্যাপারে সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্রামীণ ব্যাংকে নয়, ব্যাংকের বাইরে রাস্তার সাথে ব্যাংকের সীমানা প্রাচীরের ওপরে থাকা ডিজিটাল সাইনবোর্ডে আগুন দেয়া হয়েছে। সরকারকে অস্থিতিশীল করতে কেউ এটা করতে পারে। আবার কেউ বদমাইশি বা শয়তানি করেও করতে পারে।

তিনি বলেন, আনুমানিক রাত দুইটার দিকে এঘটনা ঘটানো হয়েছে। তবে ঠিক কারা এঘটনা ঘটিয়েছে সেটি আমরা স্পষ্ট নই। এখনো ব্যাংকের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন