

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈথ শিমুলিয়া গরুর হাটকে দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর উনিয়নের শিমুলিয়া গরুর হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, রূপগঞ্জে সদর ইউনিয়নের পূর্বাচল ৪ নম্বর সেক্টরে অবৈধভাবে বসা শিমুলিয়া গরুর হাটের দখল নিয়ে গত ১ সপ্তাহ ধরে নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাবেক সহ সাধারণ-সম্পাদক জসিম মিয়া ও তার লোকজনের সাথে স্থানীয় বিএনপি নেতা মামুন ও ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়ার সাথে বিরোধ চলে আসছে।
সোমবার বেলা ১২ টার দিকে সাপ্তাহিক সেই গরুর হাটে ইজারা নেয়ার জন্য জসিমের লোকজন বসলে মামুন, মানসুরসহ কয়েকজন তাদের সেখান থেকে চলে যেতে বললে উভয়ের লোকজনের সাথে কথাকাটাকাটি হয়। এর জের ধরে দুপুর ১ টার দিকে মামুন ও মানসুরের নেতৃত্বে ২০/৩০ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জসিমের লোকজনের উপর হামলা করে।
হামলাকারীরা জসিমের ছোট ভাই মহসিন, সবুজ, রিপনসহ ৭ জনকে কুপিয়ে জখম করে। এসময় এলাকায় আতংক সৃষ্টি করতে একপক্ষ ৩ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। আহতদের রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে ওসি আরো জানান।
মন্তব্য করুন