মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নেসকোর প্রিপেইড মিটার বাতিলসহ ৫ দফা দাবিতে নাটোরে সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম
নেসকোর প্রিপেইড মিটার বাতিলসহ ৫ দফা দাবিতে নাটোরে সড়ক অবরোধ
expand
নেসকোর প্রিপেইড মিটার বাতিলসহ ৫ দফা দাবিতে নাটোরে সড়ক অবরোধ

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-র প্রিপেইড মিটার বাতিলসহ ৫ দফা দাবিতে নাটোরে সড়ক অবরোধ, বিক্ষোভ এবং ‘লং মার্চ টু নেসকো অফিস ঘেরাও’ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টা থেকে শহরের হাফরাস্তায় নেসকো অফিসের মূল ফটকের সামনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ অবস্থান নেওয়ার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এসময় তারা নেসকো প্রিপেইড মিটার বাতিল, ডিমান্ড চার্জ ও কিলোওয়াট চার্জ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা আলাইপুর মেইন সড়ক অবরোধ করে বসে পড়ে। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে ক্রিকেট খেলে, স্লোগান তোলে—এখনও অবরোধ চলমান রয়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রিপেইড মিটার চালুর পর থেকে বিভিন্ন অযৌক্তিক চার্জের নামে টাকা কেটে নেওয়া হচ্ছে। পাশাপাশি বিদ্যুতের খুঁটি থেকে মিটার পর্যন্ত তারও গ্রাহকদের কিনতে হচ্ছে। এর আগে গত বছর একই দাবিতে নেসকো অফিস ঘেরাও কর্মসূচি পালন করলেও কোন সমাধান হয়নি।

তারা দাবি জানান—অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল করে পুনরায় এনালগ মিটার চালু করতে হবে। দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান শেষে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এদিকে দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় দূর্ভোগে পড়েছেন পথচারীসহ যানবাহন চালকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন