মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে তৌহিদী জনতার বিরুদ্ধে বাউল সমর্থকদের থানায় অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১১:৪১ পিএম
মানিকগঞ্জে তৌহিদী জনতার বিরুদ্ধে বাউল সমর্থকদের থানায় অভিযোগ
expand
মানিকগঞ্জে তৌহিদী জনতার বিরুদ্ধে বাউল সমর্থকদের থানায় অভিযোগ

মানিকগঞ্জে বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত তৌহিদী জনতাকে আসামি করে সদর থানায় অভিযোগ করেছেন আহত আব্দুল আলীম।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে আবুল সরকারের বিচার দাবিতে রোববার সকাল ১০টার দিকে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। একই দিন বেলা ১১ টার দিকে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন বাউল সমর্থকরা। বাউল সমর্থকদের একাংশ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত হচ্ছিলেন। সে সময় তৌহিদী জনতার একটি অংশ হামলা চালায় বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর।

এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাউল সমর্থক শিল্পী আলিম, আরিফুল ও জহিরুল ও তৌহিদী জনতার পক্ষে একজন সহ মোট চারজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তারা সকলেই সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় ওসি আমিনুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন টেলিভিশন সংবাদ, সোশ্যাল মিডিয়ার ফুটেজ ও ছবি পর্যবেক্ষণ করছি। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন