

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আইন লঙ্ঘনের দায়ে সিংগাইরে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তার নেতৃত্বে সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা বাজারের খান ফার্মেসীকে ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় ৮ হাজার টাকা, মেসার্স আক্কাস ট্রেডার্স (বীজ ব্যবসায়ী) কে ৪৫ ধারায় ১০ হাজার টাকা এবং সরকার ফার্মেসীকে ৪৫ ও ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা বলেন, জনস্বার্থে নকল, ভেজাল ও প্রতারণামূলক ব্যবসা প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানে সহযোগিতা করেন পুলিশ লাইনস মানিকগঞ্জের সদস্যরা এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার প্রতিনিধি রফিকুল ইসলাম।
মন্তব্য করুন