

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর শহরের গরিবশাহ দরগাহ এলাকায় পিটুনিতে গুরুতর আহত শাহিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বিকেল পাঁচটার দিকে যশোর জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাত সাতটার দিকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা শহরের দড়াটানা গরিব শাহ মাজারের পাশে শাহিনের ওপর হামলা চালায়। এসময় তাঁকে বেধড়ক পিটিয়ে দুই পা ভেঙে দেয়া হয়। পরে স্থানীয় লোকজন রাত পৌনে আটটার দিকে গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নিহত শাহিন যশোর শহরের পুরাতন কসবা এলাকার মুজিবর রহমানের ছেলে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. সোয়াইলা আওয়াল সারা জানান, শাহিনকে মানসিক রোগী হিসেবে ভর্তি করা হয়েছিল। “চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মারা যান,” বলেন তিনি।
এদিকে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশনস) মমিনুল হক বলেন, শাহিনের মৃত্যুর ঘটনা শুনে হাসপাতালে যাই। লাশ দেখে বিষয়টি নিশ্চিত হয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পিটুনির ঘটনার কারণ ও জড়িতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার উন্মোচন এর কাজ করছে
মন্তব্য করুন