মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির আর্থিক সহায়তা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির আর্থিক সহায়তা
expand
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির আর্থিক সহায়তা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী ও দোকান মালিকদের কাছে নগদ আর্থিক সহাহয়তা প্রদান করেন নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি।

সোমবার ২৪ নভেম্বর দুপুরে বাইশারী বাজার সংলগ্ন নুরুল উলুম হেফজখানা ও এতিমখানা মাঠে এই সহযোগিতা প্রদান করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উপ অধিনায়ক মেজর আশিক নিজেই উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ৭ জন ব্যাবসায়ী ও দোকান মালিকদের এই সহযোগিতা প্রদান করা হয়।

এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বলেন নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিনের নির্দেশে আমরা আপনাদের নিকট সামান্য অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছি।

তিনি আরো বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণ মুলক কাজ অসহায় দুঃস্থদের মাঝে সহায়তা,চিকিৎসা সেবা, বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রান সহায়তা, গরীব শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা, শিক্ষাপোকরন সহ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এতিম অসহায়দের খাদ্য সহাহয়তা প্রদান করে আসছে। আগামীতে ও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। এই সময় বিজিবির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন