মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে ট্রাফিক সেবা সপ্তাহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
টোরে আজ থেকে শুরু  ট্রাফিক সেবা সপ্তাহ
expand
টোরে আজ থেকে শুরু ট্রাফিক সেবা সপ্তাহ

ট্রাফিক আইন মেনে চলি, যানজট ও দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে আজ থেকে শুরু হয়েছে ট্রাফিক সেবা সপ্তাহ।

নাটোর জেলা পুলিশের আয়োজনে সকাল ১০টায় মাদ্রাসা মোড়ে বেলুন ও পায়রা উড়িয়ে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

এসময় জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার তারিকুল ইসলাম সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

পরে মাদ্রাসা মোড় থেকে একটি সচেতন র‌্যালি বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ।

পরে সেখানে এক সমাবেশে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ১০ থেকে ১২হাজার মানুষ মারা যায়। আমরা যদি ট্রাফিক আইন মেনে চলি তাহলে অধিকাংশ দুর্ঘটনা রোধ করা সম্ভব।

২৪ থেকে ৩০নভেম্বর পর্যন্ত ট্রাফিক সেবা সপ্তাহে সচেতনমুলক লিফলেট বিতরণ, যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, শহরের রাস্তাকে ওয়ানওয়ে সহ নানা কর্মসূচি পালন করবে নাটোর জেলা পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন