মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের আদালতে আল-আকসার খতিবের বিরুদ্ধে শুনানি শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৩:১২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের খতিব শেখ একরিমা সাবরি “উসকানিমূলক বক্তব্য” দেওয়ার অভিযোগে ইসরায়েলের বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৮ নভেম্বর) তাকে জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

আন্তর্জাতিক বার্তা সংস্থার তথ্য অনুসারে, ২০২৪ সালের জুলাই থেকে তার বিরুদ্ধে যে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছিল, আদালত এখন সেটির প্রাথমিক মূল্যায়ন করবে।

৮৬ বছর বয়সী সাবরির বিরুদ্ধে অভিযোগ ২০২৪ সালে ইরানে হামলায় নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ এবং ২০২২ সালে পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়া করার বিষয়টিকে তিনি “উসকানির” পর্যায়ে নিয়েছেন এমন দাবি করছে ইসরায়েল।

গত বছর আগস্টে হানিয়ার মৃত্যুর ঘটনায় সমবেদনা জানানোর পর তাকে ছয় মাসের জন্য আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েলি পুলিশ। তার আইনজীবী দল অবশ্য বলছে, রাজনৈতিক উদ্দেশ্যে ডানপন্থি কিছু গোষ্ঠীর চাপের কারণেই এই মামলাবাজি শুরু হয়েছে।

আইনজীবীরা আরও জানান, এর আগেও তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা, আল-আকসায় প্রবেশ বাধা এবং বাড়ি ভাঙার নির্দেশের মতো একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে যা তারা ধর্মীয় ও রাজনৈতিক হয়রানির ধারাবাহিকতা বলে মনে করেন।

ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোশে আরবেলসহ সরকারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে তার খুতবা ও বক্তব্যকে “উসকানিমূলক” উল্লেখ করে বিভিন্ন পদক্ষেপের আহ্বান জানিয়ে আসছেন।

আল-আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। অপরদিকে, ইহুদি ধর্মাবলম্বীরা এটিকে “টেম্পল মাউন্ট” বলে উল্লেখ করে এবং ঐতিহাসিকভাবে সেখানে তাদের দুটি মন্দির ছিল বলে বিশ্বাস করে।

১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং পরে পুরো শহরটিকে একতরফাভাবে নিজেদের অংশ ঘোষণা করে, যা আন্তর্জাতিক সমাজ স্বীকৃতি দেয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন