মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফিরছে বার্সেলোনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দীর্ঘ দুই বছরেরও বেশি অপেক্ষার পর অবশেষে আবারও ক্যাম্প ন্যুতে ফিরতে যাচ্ছে বার্সেলোনা। পুনর্নির্মাণ কাজ শেষ হওয়ায় আগামী ২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে নতুন রূপে মাঠে নামবে কাতালানরা—সোমবার ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

২০২২–২৩ মৌসুমের শেষে ক্যাম্প ন্যু সংস্কারের জন্য বন্ধ হয়ে যাওয়ায় বার্সেলোনাকে বাধ্য হয়ে মন্টজুইক পাহাড়ের অলিম্পিক স্টেডিয়ামে খেলতে হয়েছিল। ১.৫ বিলিয়ন ইউরোর এই বিশাল প্রকল্প নানা জটিলতায় পড়ায় স্টেডিয়ামটি আগের পরিকল্পনার চেয়ে এক বছর দেরিতে খুলছে।

প্রথম ধাপে সীমিত সংখ্যক দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে—মোট ৪৫ হাজার ৪০১ জন। নির্মাণকাজ সম্পূর্ণ শেষ হলে ধারণক্ষমতা বাড়তে বাড়তে পৌঁছাবে ১ লাখ ৫ হাজার পর্যন্ত। চলতি মাসের শুরুতে পরীক্ষামূলকভাবে স্টেডিয়াম খোলা হলে সেখানে ২৩ হাজার দর্শক ওপেন ট্রেনিং দেখতে উপস্থিত ছিলেন।

ক্লাবটি আশা করছে, আগামী ৯ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচটি ক্যাম্প ন্যুতেই আয়োজন করতে অনুমতি দেবে উয়েফা। মৌসুমের প্রথম দিকের দুই ম্যাচ বার্সাকে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে খেলতে হয়েছিল, কারণ তখন নিরাপত্তাজনিত কারণে ক্যাম্প ন্যু ব্যবহারযোগ্য ছিল না।

১৯৫৭ সালে নির্মিত পুরনো ক্যাম্প ন্যুর ধারণক্ষমতা ছিল প্রায় ৯৯ হাজার। নতুন সংস্করণে একটি ছাদ যুক্ত করা হবে, যা প্রকল্প অনুযায়ী ২০২৭ সালের গ্রীষ্মে সম্পন্ন হওয়ার কথা—যদিও এটিও পরিকল্পনার তুলনায় এক বছর পিছিয়ে যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন