সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তির বার্তা নিয়ে বিমানবন্দর থানা বিএনপি নেতাকর্মীদের অবস্থান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০১:০০ পিএম আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
শান্তির প্রতীক সাদা পতাকা হাতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ছবি: এনপিবি
expand
শান্তির প্রতীক সাদা পতাকা হাতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ছবি: এনপিবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কোনো ধরনের নৈরাজ্য বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটাতে না পারে -এ লক্ষ্যকে সামনে রেখে রাজধানীর বিমানবন্দর এলাকায় শান্তির প্রতীক সাদা পতাকা হাতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত “Our protest for peace today for your peace tomorrow” স্লোগান ধারণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানবন্দর রেলস্টেশনসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তামূলক পাহারা দেন নেতাকর্মীরা।

বিমানবন্দর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি এস এম নুরুল ইসলাম নুরু-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতারা অংশ নেন।

এসময় নুরুল ইসলাম নুরু বলেন, পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে -এজন্য আমরা বিমানবন্দরে অবস্থান নিয়েছি।

বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন বলেন, খুনি শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার অনুসারীরা যাতে দেশে কোনো সহিংসতা ঘটাতে না পারে, সেই লক্ষ্যে আমরা রাজপথে আছি।”

বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল আলম নিশান বলেন, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখনো নৈরাজ্যের রাজনীতি করছে। খুনের মামলায় সাজা হওয়া স্বাভাবিক। এই রায়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে না দেওয়ার জন্যই আমাদের অবস্থান।

আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র সাধারণ সম্পাদক, এইচ এম বেলায়েত বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার সহযোগীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের প্রতিহত করতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল মাঠে রয়েছে।

নেতাকর্মীরা জানান, উত্তরা ও বিমানবন্দর এলাকায় কেউ যাতে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।

শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা রাজপথে আছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন