

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর প্রতিবাদে সারাদেশে ‘কমপ্লিট লকডাউন’ কর্মসূচি পালন করছে অন্তর্বর্তী সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ করা রাজনৈতিক দল আওয়ামী লীগ।
এদিকে আওয়ামী লীগ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা, অগ্নিসন্ত্রাস না করতে পারে তারই প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থান কর্মসূচি পালন করছে মির্জাপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
এদিন সকাল ১০টায় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীর নির্দেশে বিএনপির স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় দলীয় নেতাকর্মীরা। এতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন, সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীসহ অন্যরা বক্তৃতা করেন।
অবস্থান কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আহ্বায়ক, সদস্য সচিবসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।এসময় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ যেন অগ্নি-সন্ত্রাস বা যেকোনো নাশকতা প্রতিহত করতে আমরা উপজেলার কয়েকটি স্থানে অবস্থান কর্মসূচি পালন করছি।
আশা করি সব ধরণের নাশকতা ঠেকাতে এবং স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা, শিক্ষার্থী-অভিভাবকদের সার্বিক নিরাপত্তায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
এদিকে সকালে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ্ আলমের নেতৃত্বে উপজেলার গোড়াই এলাকা থেকে ২ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনও করেন। শোডাউনটি ধেরুয়া, দেওহাটা, মির্জাপুর এলাকা প্রদক্ষিণ করে গোড়াই উড়াল সেতুর নিচে গিয়ে সমাপ্ত হয়।পরে সেখানেও অবস্থান কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা।
সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সব ধরণের নাশকতা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বলেন, রায়কে ঘিরে যেন আ.লীগ নাশকতা না করতে পারে সেজন্য সারা উপজেলায় যৌথ বাহিনীর টহল চলমান আছে। উপজেলার গোড়াই ও দেওহাটা এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।
তবে এমন পটভূমিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকা- এবং মশাল মিছিলের খবর পাওয়া গেলেও মির্জাপুরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।
মন্তব্য করুন