বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তিন উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রথমে সাদমান, পরে জয় এবং এরপর শান্ত। বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০০ রান হওয়ার আগেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ফিরলেন সাজঘরে। দলীয় ৯৫ রানের মাথায় সেই ম্যাকব্রাইনের বলেই বোল্ড হয়ে যান। ১১ বলে ১ ছক্কায় ৮ রান করে যান তিনি।

মুমিনুল হকের সঙ্গে যোগ দিয়েছেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশ কতোদূর যেতে পারে দেখার বিষয়।

দলীয় রান ৮৩ তে যেতেই আউট হলেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। তার উইকেটটিও নিয়েছেন ম্যাকব্রাইন। তার বলে মিডউইকেটে ম্যাককার্থির হাতে ক্যাচ দিয়ে আউট হন জয়। ৮৬ বল খেলে ২টি চারে ৩৪ রান করেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ১৩.৩ ওভারে তুলে ফেলেন ৫২ রান। সাদমান খেলছিলেন মারমুখী মেজাজে। ৪৪ বলে ৬ চারে ৩৫ রান করেন তিনি। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন তিনি।

জয়ের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন মুমিনুল হক। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। যা বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের শততম টেস্ট। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে জেতা বাংলাদেশ একটি পরিবর্তন এনেছে একাদশে। নাহিদ রানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন। আয়ারল্যান্ড দলে এসেছে দুটি পরিবর্তন। আগের টেস্টে খেলা ক্রেইগ ইয়াং ও ব্যারি ম্যাককার্থির জায়গায় এসেছেন গ্যাভিন হোয়ে ও স্টিফেন ডোহেনি।

বাংলাদেশের একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মুরাদ।

আয়ারল্যান্ডের একাদশ

অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), স্টিফেন ডোহেনি, অ্যান্ডি ম্যাকব্রাইন, জর্ডান নিল, ম্যাথু হামফ্রেস, ও গ্যাভিন হোয়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন