বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আঙুল উঁচিয়ে প্রতিবাদের সেই ছবি  নিয়ে যা লিখলেন শিক্ষিকা মোনামী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১৫ এএম
রাফিয়া ও শেহরীন আমিন ভুইয়া মোনামি
expand
রাফিয়া ও শেহরীন আমিন ভুইয়া মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুইয়া মোনামি বলেছেন, ছাত্রদের ওপর পুলিশের গতকালের হামলার মুহূর্তে রাফিয়া যে দৃঢ়তা, মনোবল এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখিয়েছেন, তার বদলে এখন তাকে নিয়ে অস্বাভাবিক মাত্রার কটূক্তি, বিদ্রূপ ও আক্রমণ করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) গভীর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

তিনি লিখেন, সত্যি কথা বলতে কি, তাকে এতটা টার্গেট করা হচ্ছে মূলত এই কারণে যে সে দৃশ্যমানভাবে নিজের বিশ্বাস, নিজের ধর্মীয় পরিচয়কে ধারণ করে চলেন বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই। ঠিক একই রকম এসার্টিভেনেস, রেজিস্ট্যান্স, প্রতিবাদ কিংবা ভাষা যদি কোনো ননহিজাবি মেয়ের কাছ থেকে দেখা যেত, তবে আমাদের তথাকথিত ‘সুশীল’ মহল আজ তার দারুণ সাহসী অবস্থান বলে বাহবা দিত, স্ট্যাটাস দিত, ক্ষমতায়নের উদাহরণ বানিয়ে ফেলত।

তিনি আরও লিখেন, উল্টো দিক থেকে, উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের আচরণ ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অসম্মানজনক এবং নির্যাতনমূলক। কিন্তু, রাফিয়ার সেই অপমানজনক পরিস্থিতিতে সাহসী ও দৃঢ় জবাব দেওয়া সেটি নারীর ক্ষমতায়ন হিসেবে দেখা হচ্ছে না, আর পুলিশের আচরণও অত্যাচার বা অপব্যবহার হিসেবে উল্লেখ করা হচ্ছে না, শুধুমাত্র কারণ তার ফেমিনিস্ট এক্সপ্রেশন বাংলাদেশে স্বীকৃত সেই সংকীর্ণ ও চয়েস ভিত্তিক ফেমিনিসম এর সাথে মিলে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন