বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমল্লিায় প্রবাসী আবু বক্কর হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
হত্যা মামলার প্রধান দুই আসামি
expand
হত্যা মামলার প্রধান দুই আসামি

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসী আবু বক্কর প্রকাশ আসিফ হত্যা মামলার দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন—সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুর পূর্বপাড়ার হাবিব উল্লাহর ছেলে মো. রাব্বি ওরফে বাপ্পি (৩০) এবং এনায়েত উল্লাহর ছেলে মো. পারভেজ (২২)।

গ্রেপ্তারের পর গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

]থানার তথ্য ও আদালত সূত্র জানায়, গত ৮ নভেম্বর আবু বক্কর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি আব্দুল্লাহপুর গ্রামে বেড়াতে যান। বিকেলে তিনি শ্যালকের সঙ্গে হাঁটতে বের হলে দুই দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে (পিজি হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে গত শুক্রবার তাঁর মৃত্যু হয়।

আবু বক্করের মৃত্যুর আগেই তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার সুইটি সদর দক্ষিণ থানায় মামলা করেন। মামলার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। গত রবিবার রাতে কুমিল্লায় এক আত্মীয়ের বাড়ি থেকে রাব্বি ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গতকাল ৬ নম্বর আমলী আদালতে দুই আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের আসামিরা গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, প্রবাসী আবু বক্কর হত্যা মামলার দুই মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন