

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের সময় তার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে করা ফোনালাপের একটি ভিডিও সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়— “স্যার, এখানে যারা আছে, শিবিরের মতো আচরণ করছে… আমাদের বাড়তি ফোর্স দরকার।”
ডিসি মাসুদকে নিয়ে সমালোচনামূলক একটি পোস্ট দিয়েছেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে নেই এবং রাজনৈতিক শক্তিহীন হয়ে কেবল রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভর করছে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা জানি, আওয়ামী লীগ মাঠেও নেই, জনগণের সাথেও নেই। একটা দলের নৈতিক শক্তি না থাকলে যেটা থাকে সেটা হলো ষড়যন্ত্রের শক্তি।
পতিত ফ্যাসিস্টরা রায় দূর্লভ, জগৎশেট আর উমি চাঁদের মতো অথর্ব আমলা, পুলিশ আর মিডিয়ায় মিশে আছে এবং অভিনয় করছে।
ওরা কি জানে না, আমরা সেই প্রজন্ম; যারা অভিনেত্রী দিল্লীদাসী হাসিনার অভিনয় দেখে বড় হয়েছি। সেই হাসিনা, যে বাবা ইলিয়াস আলীকে গু/ম করে ছোট্ট মেয়ের সামনে অভিনয় করেছিল। মেট্রোরেল আর বিটিভিতেও অভিনয় করেছিল। অবশ্য মতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চাই বইয়ে এই অভিনয়ের ব্যাপারে আগেই বলেছিলেন।
সাতক্ষীরার নিরীহ মানুষ হত্যা*কারী সাবেক ডিসি নাজমুল আপনি সৈয়দা রেজওয়ানার আঁচলের তলে লুকিয়ে থেকে ষড়যন্ত্র করছে আমরা জানি। মাসুদ তোমাদেরকেও আমরা চিনে রাখছি।
প্রজন্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে নেমেছে তাদের খুঁটি দিল্লিতে। দিল্লির পদচুম্মনই তোমাদের নিয়তি। গোলামীর শেকলে যাদের মন বন্ধী, আজাদীর মর্ম তারা কখনোই উপলব্ধি করতে পারে না। এরা সেই দৃষ্টান্তই দেখিয়ে যাচ্ছে।’
মন্তব্য করুন
