বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের ভারত সফর স্থগিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১১:৫১ পিএম
স্থগিত বাংলাদেশের ভারত সফর
expand
স্থগিত বাংলাদেশের ভারত সফর

ভারতের অনুরোধে আইসিসির দু’দলের নির্ধারিত এফটিপিতে থাকা বাংলাদেশ নারী দলের ডিসেম্বরের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ নারী দল ডিসেম্বরের মাঝামাঝি থেকে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলতে ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সম্প্রতি বিসিবিকে জানিয়ে দিয়েছে, নারী ক্রিকেটারদের দীর্ঘ বিরতি দিতে তারা এখন সিরিজ আয়োজন করতে পারছে না—কারণ বিশ্বকাপ জয়ের পর দলটিকে পর্যাপ্ত বিশ্রাম দিতে চায় তারা, বিশেষ করে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) সামনে রেখে।

বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ক্রিকবাজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, তারা জানিয়েছে যে আলোচনা অনুযায়ী সিরিজটি এখন হচ্ছে না। তবে এটাকে বাতিল বলা যাবে না—এটা শুধু স্থগিত হলো। আবার নতুন করে সময় নির্ধারণ হবে।”

ভারত-বাংলাদেশ সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত রজ্জাক আরও বলেন, “এটা স্থায়ীভাবে স্থগিত হওয়ার প্রশ্নই আসে না, কারণ এটি এফটিপির অংশ। তারা ডব্লিউপিএলের আগে নিজেদের খেলোয়াড়দের বিশ্রাম দিতে চায়।”

এই সিরিজের ওয়ানডে অংশ দিয়েই শুরু হওয়ার কথা ছিল দুই দলের নতুন আইসিসি নারী ওডিআই চ্যাম্পিয়নশিপ চক্র। প্রাথমিক সূচি অনুযায়ী বাংলাদেশ দল ১৪ বা ১৫ ডিসেম্বর ভারত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

উল্লেখ্য, এর আগেও ভারতীয় দলের সফর সূচিতে পরিবর্তন এসেছে—২০২৫ সালের আগস্টে হওয়া কথা থাকা ভারতের পুরুষ দলের বাংলাদেশ সফরও স্থগিত হয়েছিল, যা এখন সরিয়ে নেওয়া হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বরের উইন্ডোতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন