বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা ধানের শীষের ঘাঁটি, জামাতের নয়: বিএনপি নেতা আব্দুর রউফ 

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
বিএনপি নেতা আব্দুর রউফ 
expand
বিএনপি নেতা আব্দুর রউফ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া আলহাজ্ব আব্দুর রউফের সমর্থনে আলোচনা সভা ও বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিএনপির জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, পূর্বে জোটগত কারণে আমরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করিনি। এবার ধানের শীষ নিয়েই মাঠে নেমেছি। সাতক্ষীরা-২ আসনে জনগণের ভালোবাসা ও দলের ঐক্য থাকলে ইনশাআল্লাহ জামায়াতকে হারিয়ে ধানের শীষই জয়ী হবে। আমরা প্রমাণ করতে চাই সাতক্ষীরা জামাতের নয়, ধানের শীষের ঘাঁটি।

তিনি আরও বলেন, সাতক্ষীরার সামগ্রিক উন্নয়নের জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। দলের অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে সবার প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

আলোচনা সভার বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ দাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলা, বিএনপি নেতা শের আলী, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, ও রবি এমপি সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল মামুন রাজু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অসীম কুমার সরকার, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল গাজী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে। ধানের শীষ বিজয়ের লক্ষ্যে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে।

আলোচনা সভার শেষে ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে র‍্যালিটি শেষ হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন