

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের সময় তার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে করা ফোনালাপের একটি ভিডিও সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়— “স্যার, এখানে যারা আছে, শিবিরের মতো আচরণ করছে… আমাদের বাড়তি ফোর্স দরকার।” ধানমন্ডি ৩২-এ ডিসি মাসুদের ফোনালাপ ভাইরাল, ‘এরা তো শিবির স্যার, নতুন ফোর্স লাগবে’
ডিসি মাসুদের এ ফোনালাপ ভাইরাল হওয়ার পর ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর আগে দরকার ছিলো পুলিশের মধ্যে সংস্কার হবে কন্তু সেটা হয়নি। যে পুলিশ, র্যাব, সেনা সদস্যরা হেলিকপ্টর থেকে গুলি করে আমারদের ভাইদেরকে শহীদ করেছে সেই পুলিশের সংস্কার হবে কিন্তু এক বছর পারলেও তার কিছুই হয়নি।
সাদিক কায়েম বলেন, আমি সরকারকে অনুরোধ করবো এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো পুলিশের মধ্যে যারা গুপ্ত দোসর আছে প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে।
মন্তব্য করুন
