মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডিসি মাসুদকে নিয়ে যা বলছে সাদিক কায়েম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের সময় তার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে করা ফোনালাপের একটি ভিডিও সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়— “স্যার, এখানে যারা আছে, শিবিরের মতো আচরণ করছে… আমাদের বাড়তি ফোর্স দরকার।” ধানমন্ডি ৩২-এ ডিসি মাসুদের ফোনালাপ ভাইরাল, ‘এরা তো শিবির স্যার, নতুন ফোর্স লাগবে’

ডিসি মাসুদের এ ফোনালাপ ভাইরাল হওয়ার পর ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর আগে দরকার ছিলো পুলিশের মধ্যে সংস্কার হবে কন্তু সেটা হয়নি। যে পুলিশ, র‌্যাব, সেনা সদস্যরা হেলিকপ্টর থেকে গুলি করে আমারদের ভাইদেরকে শহীদ করেছে সেই পুলিশের সংস্কার হবে কিন্তু এক বছর পারলেও তার কিছুই হয়নি।

সাদিক কায়েম বলেন, আমি সরকারকে অনুরোধ করবো এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো পুলিশের মধ্যে যারা গুপ্ত দোসর আছে প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন