বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:১৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টটি নিঃসন্দেহে ঐতিহাসিক। কারণ এই ম্যাচ দিয়েই প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্টের মাইফলক ছুঁলেন মুশফিকুর রহিম।

এমন মঞ্চে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সর্বশেষ টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদের জায়গায় এসেছেন ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। ইবাদত গত জুনে এবং খালেদ সর্বশেষ টেস্ট খেলেন গত এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে।

অন্যদিকে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে স্টিভেন ডোহেনি ও গ‍্যাভিন হোয়ের। বাদ পড়েছেন ব‍্যারি ম‍্যাককার্থি ও ক্রেইগ ইয়াং।

ইতোমধ্যেই সিলেটে প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে আলোচনার সবটা জুড়ে কেবলই মুশফিকের শততম ম‍্যাচ। এই উপলক্ষ‍্য চমৎকার পারফরম‍্যান্স দিয়ে রাঙিয়ে রাখতে চায় বাংলাদেশ।

২০০৫ সালে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। গত ২০ বছরেরও বেশি সময়ে তিনি ৯৯টি টেস্টে করেছেন ৬ হাজার ৩৫১ রান। হাঁকিয়েছেন ১২টি সেঞ্চুরি এবং ২৭ ফিফটি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২১৯।

বাংলাদেশের একমাত্র ব‍্যাটসম‍্যান হিসেবে তার তিনটি ডাবল সেঞ্চুরি আছে। এছাড়া দুটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র উইকেটরক্ষক তিনি।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন।

আয়ারল‍্যান্ড একাদশ

অ‍্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক‍্যাম্ফার, চ‍্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ‍্যাভিন হোয়ে, ম‍্যাথু হামফ্রিজ, অ‍্যান্ডি ম‍্যাকব্রাইন, পল স্টার্লিং, জর্ডান নিল, হ‍্যারি টেক্টর, লর্কান টাকার

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন